Type to search

Lead Story সারাদেশ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে মৃত্যু বেড়ে ৭

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি ও সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭জন হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে ৪ জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. আমিন (৩০), আজিজুল হক (২২), ইব্রাহিম (১৭), হাফেজ নুর হালিম (৪৫), মৌলভী হামিদুল্লাহ (৫০), মো. ইদ্রিস (৩২) ও নুর কায়সার (১৫)।

এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এসপি শিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোহিঙ্গাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে ৭জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ বেশ কয়েকজন ক্যাম্পের এমএসএস হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আশঙ্কাজনক অনেকের অবস্থা।

এসপি শিহাব আর জানান, কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অস্ত্রসহ একজনকে আমরা গ্রেপ্তার করেছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

এবিসিবি/এমআই

Translate »