Type to search

অন্যান্য অপরাধ

ডিএনসিসি মেয়র আতিকুলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালতে আবেদনটি করা করা হয়। আব্দুর রহিম নামে এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯ ধারায় এ আবেদন করেন।

মামলার এজাহারে মেয়র আতিকুলের বিরুদ্ধে বাদীর সম্পত্তি দখল, বিভিন্ন মিডিয়ায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাদী ও তার পরিবার সম্পর্কে আক্রমণাত্মক, ভীতি প্রদর্শক, মিথ্যা ও মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে বাদীপক্ষ থেকে গত ১২ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হলেও আসামিপক্ষ কোনো উত্তর দেয়নি বলেও জানানো হয়।

এবিসিবি/এমআই

Translate »