Type to search

Lead Story কমিউনিটি

মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ গ্রেপ্তার

মালয়েশিয়ার জালান ইকো ম্যাজেস্টিক ১২ সি কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিযান চালিয়ে ৯৫ জন বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)  স্থানীয় সময় গভীর রাতে অভিবাসন বিভাগ এই অভিযান পরিচালনা করে।

মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ  বলেছেন, এ সময় ৩২৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ নারী রয়েছেন। মিয়ানমারের ৬৬, ঘানার একজন এবং ভিয়েতনামের ছয়জন পুরুষ ও ৭জন নারী রয়েছেন।

যাদের আটক করা হয়েছে, বেশিরভাগেরই তাদের বৈধ কাগজপত্র নেই। আটকরা অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী। কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয় বলেও তিনি জানান।

দাউদ বলেন, আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, স্বাস্থ্যবিধি মানেন না এসব অভিবাসীরা এবং বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি। আইন না মানায় গ্রেপ্তার শ্রমিকদের নিয়োগকারীদেরকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে।

এবিসিবি/এমআই

Translate »