Type to search

অপরাধ অর্থ ও বাণিজ্য

আনভীরের আগাম জামিন আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

গত এপ্রিলে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনে হাইকোর্ট সাড়া দেননি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ আনভীরের জামিন  আবেদনটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, ‘তার বিরদ্ধে ধর্ষণ ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে মামলার প্রেক্ষিতে সায়েম সোবহান আনভীরকে আটক করতে পারে।’

সহকারী অ্যাটর্নি মিজানুর রহমান বলেন, হাইকোর্ট বেঞ্চ এই মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সায়েমকে, কারণ কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই তার বিরুদ্ধে।

তবে সাবরিনা সায়েমকে মামলায় জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টে।

এবিসিবি/ এমআই

Translate »