ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে মৃত্যু বেড়ে ১১৬
ইকুয়েডরের গুয়ায়েকুইল শহরে একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘাতের ঘটনায় মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
জানা গেছে, সংঘাতে সবমিলিয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। এদের মধ্যে পাঁচজন ছুরিকাঘাতে এবং অন্যরা গুলিতে মারা গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
এবিসিবি/এমআই