বঙ্গোপসাগরে ১৪ জন জেলেসহ ফিশিংবোট নিখোঁজ
জেলা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে ১৪ জন জেলে সহ এফবি মা-বাবার দোয়া নামে একটি ফিশিংবোট নিখোঁজ হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে শরণখোলা থেকে মাছ ধরার জন্য ফিশিংবোটটি সাগরে যাত্রা করে।
নিখোঁজ ফিশিংবোট এফবি মা-বাবার দোয়ার মালিক শরণখোলার রাজৈর মৎস্যঘাটের আড়ৎদার কবীর হোসেন গতকাল শুক্রবার রাতে জানান, সাগরে অবস্থানরত তার ফিসিংবোটটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ২১ সেপ্টেম্বর সর্বশেষ বোটের মাঝির সঙ্গে তার কথা হয়েছে বোটে ১৪ জন জেলে রয়েছে। নিখোঁজ বোটের বহরে থাকা অন্য ফিশিংবোটগুলো সাগর থেকে ফিরে আসলেও তার বোটের কোনো সন্ধান না পাওয়ায় তিনি বিষয়টি সাধারণ ডায়েরির জন্য শরণখোলা থানায় আবেদন করেছেন বলে কবীর হোসেন জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, সাগরে ফিশিংবোট নিখোঁজের খবর পেয়েছেন এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
এবিসিবি/এমআই