আমেরিকা-অস্ট্রেলিয়া চুক্তি করতে মিথ্যা বলেছে অভিযোগ ফ্রান্সের
পারমাণবিক সাবমেরিন তৈরির প্রযুক্তি অস্ট্রেলিয়াকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই চুক্তিকে কেন্দ্র করে দেশ ২টি মিথ্যা বলেছে- এমন অভিযোগ তুলেছে ফ্রান্স। এর আগে, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে নিজেদের রাষ্ট্রদূতও প্রত্যাহার করেছে ফ্রান্স। রবিবার (১৯ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রায়ান এক সাক্ষাৎকারে জানিয়েছে, নিরাপত্তা চুক্তির মাধ্যমে দেশ ২টি ফ্রান্সের সঙ্গে বিশ্বাসভঙ্গ ও অপমানজনক আচরণ করেছে।
অকুস নামে পরিচিত এই চুক্তিতে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরির প্রযুক্তি দেওয়া হবে। এই পদক্ষেপ অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্সের স্বাক্ষরিত বহু বিলিয়ন ডলারের চুক্তিকে ব্যর্থ করে দিয়েছে। দুই দেশের সাথে অস্ট্রেলিয়ার নতুন চুক্তি হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্রান্সকে বিষয়টি জানানো হয়।
এর আগে, গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, ফ্রান্স এখনও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। অনেক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। তিনি জানান, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন ইস্যুতে ফ্রান্সের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র।
এবিসিবি/এমআই