ভুল কম ধরে ভালোর দিকে তাকানোর আহ্বান জানালেন সাকিব
ব্যাটসম্যানদের দায়িত্ব বা ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলতে মানা করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাথে বলেন, ব্যাটসম্যানদের ভুল না ধরে ভালোর দিকে নজর দেন।
রবিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলের ডিবিএল টাইলসের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন সাকিব আল হাসান।
সাকিবের মতে, ‘আপনি যদি ভুল ধরতে চান, যেকোনো জিনিসেরই ভুল ধরা সম্ভব। সো ভুলটা একটু কম দেখে, ভালোর দিকে যদি তাকান, তাহলে অনেক ভালো কিছু দেখতে পাবেন। আপনার দেখার দৃষ্টিটা আসলে কেমন সেটা বুঝতে হবে।
দলে জুনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে এই অলরাউন্ডারের ভাবনা, ‘আমার কাছে মনে হয় সব ক্রিকেটার কম বেশি পারফরম্যান্স করছে এবং একটা টিম হিসেবে খেলতে পারছি। এটাই জেতার বড় কারণ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে সহ-অধিনায়ক না থাকা নিয়ে সাকিব মন্তব্য করেন, পাঁচ-ছয়জন আছে যারা লিডারশিপ গ্রুপের পার্ট। আমি মনে করি, তারা সবাই মিলেই যেকোনো ক্রাইসিস মোমেন্ট বা যেকোনো ডিফিকাল্ট ডিসিশন মেক করতে হয়, সবার আলোচনার মাধ্যমেই হয়।’
এবিসিবি/এমআই