Type to search

Lead Story আন্তর্জাতিক

অধিকাংশ সরকারি কর্মীর জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করলেন প্রেসিডেন্ট বাইডেন

অধিকাংশ সরকারি কর্মীর জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করে যুক্তরাষ্ট্রে সংক্রমণ মোকাবিলার নতুন নীতিমালা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ নীতিমালার কারণে এখন থেকে বড় কোম্পানিগুলোকেও হয় কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, নয়তো প্রতি সপ্তাহে শনাক্তকরণ পরীক্ষায় পাঠাতে হবে। বাইডেন প্রশাসনের নতুন এ নীতিতে যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ সরকারি কর্মী টিকাদানের আওতায় পড়বেন।

টিকা নয়তো প্রতি সপ্তাহে কর্মীদের শনাক্তকরণ পরীক্ষার নিয়ম বলবৎ হবে সেসব ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য, যাদের কর্মী সংখ্যা ১০০-র বেশি। এ নিয়ম ভঙ্গ করলে প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের জরিমানা করারও পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার বাইডেন টিকা দিতে অস্বীকৃতি জানানো কোটি আমেরিকানের উদ্দেশ্যে বলেছেন, ‘আমরা ধৈর্য ধরে ছিলাম। কিন্তু সেই ধৈর্য হালকা হয়ে এসেছে। আপনাদের টিকাদানে অস্বীকৃতির কারণে আমাদের সবাইকে মূল্য দিতে হচ্ছে।’

এদিন তার ঘোষিত নতুন নীতিমালাকে যুক্তরাষ্ট্রে কোভিড মোকাবিলায় বাইডেন প্রশাসনের সবচেয়ে ‘আগ্রাসী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হচ্ছে। করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেলটার বিস্তারের কারণে দেশটিতে কোভিড রোগী ও মৃত্যুর নতুন ঢেউ যখন কর্মকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে, তখনই এ নীতিমালা এলো।

কোভিড সংক্রমণের এ ঊর্ধ্বহার কেবল যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্যই নয়, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের জন্যও অশনি সংকেত। জুলাইয়ে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্তি লাভের খুব কাছাকাছি চলে এসেছে। এরপর কোভিড পরিস্থিতির অবনতিতে বাইডেনের জনপ্রিয়তাও কিছুটা কমে গেছে। নতুন এ নীতিমালায় শিগিগরই সংক্রমণ হারে নাটকীয় পরিবর্তন দেখা যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরাও।

Biden's vaccine requirement could 'very well' require troops to get the  shot - ABC News

অধিকাংশ সরকারি কর্মীর জন্য টিকা বাধ্যতামূলক এবং বড় কোম্পানিগুলোর কর্মীদের টিকা নিতে চাপ দেওয়ার বাইডেনের এ পদক্ষেপ রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতার মুখে পড়বে বলেই অনুমান করা হচ্ছে। রিপাবলিকান ন্যাশনাল কমিটি জানিয়েছে, তারা বাইডেনের এ নীতিমালার বিরুদ্ধে মামলা করতে চায়।

মার্কিনীদের টিকা নিতে উত্সাহিত করে বাইডেন প্রশাসনের ব্যাপক প্রচারণা সত্ত্বেও এখন পর্যন্ত দেশটিতে টিকা পাওয়ার উপযুক্তদের ৬২ শতাংশ টিকার সব ডোজ নিয়েছেন, জানিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এখন হাসপাতালে যারা কোভিড নিয়ে আসছেন, তাদের মধ্যে টিকা নেননি এমন রোগীর সংখ্যাই ৯৭ শতাংশের বেশি। টিকা না নেওয়া রোগীদের মৃত্যুহারও অনেক অনেক বেশি।

Canada mandates COVID-19 vaccination for all federal workers

বাইডেনের নতুন পরিকল্পনায় হাসপাতাল এবং দরিদ্র, প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের চিকিৎসা সেবা দেওয়ার বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়া ১ কোটি ৭০ লাখের বেশি স্বাস্থ্যসেবা কর্মীকেও টিকাদানের আওতায় আনতে প্রশাসনকে বলা হয়েছে। বাইডেন প্রশাসন এর আগে যে নির্দেশনা দিয়েছিল, তাতে টিকা নিতে অনিচ্ছুক সরকারি কর্মীদের নিয়মিত তাদের শনাক্তকরণ পরীক্ষার ফল জমা দিতে হতো। এবারের নির্দেশনায় ব্যতিক্রমরা বাদে টিকা নেননি এমন সব সরকারি কর্মীকে ৭৫ দিনের মধ্যে টিকা নিতে হবে, নয়তো চাকরিচ্যুতির মুখোমুখি হতে হবে। সরকারি কর্মীদের ইউনিয়নগুলো বাধ্যতামূলক টিকার এই নীতিমালা মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

এবিসিবি/এমআই

Translate »