Type to search

সারাদেশ

যমুনায় নৌকাডুবি: ২ জনের মৃত্যু, নিখোঁজ ৫

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুর মাজার শরীফে আসার পথে নৌকা থেকে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি এলাকায় জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)।

নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫২), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩২) ও তার ছেলে ইয়াসিন (৭) এবং আব্দুস সাত্তার (৬২)।

এনায়েতপুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন মোল্লা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করে জানান, এনায়েতপুর মাজার শরীফের বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহকৃত বাঁশ নৌকায় করে ভক্তরা নদী পথে নিয়ে দরবারে আসছিলেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এনায়েতপুর স্পারবাধ সংলগ্ন যমুনা নদীতে আসামাত্রই প্রবল স্রোতে নৌকা কাত হয়ে যায় এবং নৌকা থেকে বেশ কয়েকজন ব্যক্তি নদীতে পড়ে যায়। অনেকেই সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় ৭জন। পরে তাদের মধ্যে ২জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজদের উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরিদলকে খবর দেয়া হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »