Type to search

Lead Story বাংলাদেশ রাজনীতি

দেশব্যাপী বিক্ষোভের ডাক ছাত্রদলের

দেশব্যাপী বিক্ষোভের ডাক ছাত্রদলের

ঢাকা : ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে এক দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামী রোববার সারা দেশের জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে এই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কর্মসূচি ঘোষণা দেন।

গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে সাইফ মাহমুদ জুয়েলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার তাদেরকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে আজ (শুক্রবার) তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত শনিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মশিউর রহমান রনিকে গ্রেফতার করে পুলিশ।

টিএস

Translate »