Type to search

বিনোদন

শাবানার প্রশংসা করে পরীমণিকে নিয়ে যা বললেন কলকাতার ভারতীয় অভিনেতা বিপ্লব

২০১৬ সালে ওয়াজেদ আলি সুমন পরিচালিত ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘রক্ত’। এই ছবি দিয়েই চিত্রনায়িকা পরীমণি অভিনয় দুনিয়ায় পা রাখেন। ওই ছবিতে তিনি অভিনয় করেছিলেন ভারতীয় অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের সাথে। নাচের একটি দৃশ্যে তাদের এক সাথে দেখা গিয়েছিলো। এই মুহূর্তে পরীমণি ২ বাংলার সংবাদমাধ্যমের শিরোনামে। চলছে আলোচনা-সামালোচনা। এরই মধ্যে শাবানা ও পরীমণিকে নিয়ে কলকাতা বাংলার প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় কথা বলেছেন।

ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপ্লব জানান, ‘পরীমণির মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনও প্রশ্নই ওঠে না! নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্ত!’

এই অভিনেতার দাবি, ‘শাবানা আক্ষরিক অর্থেই ভদ্রমহিলা। তার স্বামীর সঙ্গেও আলাপ হয়েছে। এই তারকা দম্পতির কোনও তুলনা হয় না। কিন্তু পরীমণিকে মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।’

প্রবীণ অভিনেতার দাবি, অনেক কথা শুনেছেন তিনি পরীমণি সম্বন্ধে। যা তার ভাল লাগেনি। সব রটনাই মিথ্যে নয়। কিছু না থাকলে একজনের নামে এত বদনাম শোনা যায়!’

জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজ প্রযোজিত ওই ছবিতে বিপ্লব ছাড়াও ছিলেন মেঘনা হালদার, আশীস বিদ্যার্থী, রাজা দত্ত। নাচের দৃশ্য শুট হয়েছিল ঘুষুড়ির ডকে।

Translate »