Type to search

সারাদেশ

সাতক্ষীরায় কোভিড-১৯ উপসর্গে পাঁচ নারীসহ ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ উপসর্গে নিয়ে ৫ নারীসহ অরো ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ২৮ জুলাই বুধবার পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত হয়ে মারা গেছেন মোট ৮৪ জন। আর উপসর্গ নিয়ে কমপক্ষে ৫৩৩ জন মারা গেছেন।

করোনাভাইরাস উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরা আশাশুনি উপজেলার চাপড়া এলাকার আব্দুর রশিদেও স্ত্রী রিনা (৩০), কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মৃত আরমানের স্ত্রী রাবেয়া খাতুন (৭৫), একউ উপজেলার নলতা গ্রামের মোঃ আনছার গাজীর স্ত্রী মর্জিনা খাতুন (৫০), সাতক্ষীরা সদর উপজেলা কাথন্ডা এলাকার কবির হোসেনের স্ত্রী মাসকুরা (৪৫), শহরের রসুলপুর এলাকার নজিবুল্লাহ’র স্ত্রী রত্না অধিকারী (২৮), ও শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান (৫০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ও শনাক্ত হয়ে মৃত ব্যক্তিরা গত ১১ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জুলাই ভোর রাত ২ টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় কোভিড-১৯ উপসর্গে মারা গেছে ছয়জন। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে মোট ১৯৯ টি নমুনা পরীক্ষা করে ৬০জনের করোনা শনাক্ত হয়। পজিটিভ শনাক্তের হার ৩০ দশমিক ১৫ শতাংশ।

Translate »