Type to search

সারাদেশ

সাতক্ষীরা মেডিকেলে করোনার উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় একদিনে কোভিড-১৯ উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় উপসর্গে মৃত্যু ৫১৫ জন এবং পজিটিভ শনাক্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে।

 
সোমবার (২৬ জুলাই) পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা রোগী চিকিৎসা শেষে সুস্থ্য হয়েছেন ৬৪ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১১২ জন। সাতক্ষীরা কোভিড-১৯ ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ১ সপ্তাহ যাবৎ ভর্তিকৃত রোগীর সংখ্যা ২০০ এর নিচে থাকলেও তা সোমবার অতিক্রম করেছে। 
 
সোমবার সকাল ৮টায় মেডিকেলে রোগী ভর্তি ছিল ২০২ জন। একই সাথে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকেও রোগীর সংখ্যা বেড়েছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে সেখানে ভর্তি ছিল ৪১ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনাভাইরাস সংক্রান্ত ফোকাল পার্সন ডা. জয়ন্ত সরকার বলেন, জেলায় গত একদিনে ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ১১২ জন। আক্রান্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।
জেলায় কোভিড-১৯ শনাক্ত হয়ে বাড়িতে হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৫০ জন। এছাড়া সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন।
Translate »