Type to search

Lead Story জাতীয় স্বাস্থ্য

দেশে ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি ৪০২ জন 

সারাদেশে ৪০২ জন ডেঙ্গু জ্বরে শনাক্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৬৫ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে।

বুধবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি জানান, কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ চলাকালে দেশে বর্ষা মৌসুম শুরু হয়। দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণও হয়েছে। বর্ষাকালে ডেঙ্গু পরিস্থিতি কখনও কখনও জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়।’

ডা. নাজমুল ইসলাম উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় নতুন ৬৫ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৯ জন এবং এর বাইরে মোট ছয়জন রোগী শনাক্ত হয়েছে। দেশে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলে এ পর্যন্ত ৪০২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিনশত ৯৪ জন। এর মধ্যে আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য এসেছে।

Translate »