Type to search

Lead Story আন্তর্জাতিক

সৌদিআরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, মিশরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা।

এরআগে সোমবার (১৯ জুলাই) সৌদি আরবে আরাফাতে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। করোনা মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে পালিত হয় পবিত্র হজ। এবার হজে অংশ নিচ্ছেন ৬০ হাজার মুসল্লি। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন হজে যাওয়া হাজীরা।

স্থানীয় সময় ফজর নামাজ শেষে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন তারা। পরে সাফা মারওয়া পদক্ষিণ শেষে পশু কোরবানি দিয়ে মাথা মুড়বেন হাজীরা। এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

Translate »