Type to search

Lead Story জাতীয়

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১০০ অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-১৯ রোগীদের জন্য ৫০টি করে মোট ১শ’ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।

শনিবার (১৭ জুলাই) টুঙ্গিপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, কোটালীপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন। পরে তাদের অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের (হাসপাতালের) প্রধানদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস এবং কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল বিশ্বাসসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি।

Translate »