Type to search

Lead Story আন্তর্জাতিক

পশ্চিম ইউরোপে বন্যায় ১২৮ জনের মৃত্যু

পশ্চিম ইউরোপে অবিরাম বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় নিখোঁজ রয়েছেন কয়েকশ’ মানুষ। বেলজিয়াম ও জার্মানিসহ বেশ কয়েকটি দেশে রেকর্ড বৃষ্টিপাতের ফলে নদীর পানি উপচে এ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় পুরো পশ্চিম ইউরোপ বিপর্যস্ত অবস্থায় পড়েছে।

এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে জার্মানিতে। দেশটিতে মৃতের সংখ্যা ১২৮ ছাড়িয়েছে। বেলজিয়ামের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তারা এ পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পেয়েছে। অন্যান্য আক্রান্ত দেশগুলো হচ্ছে  নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ড। খবর বিবিসির।

দেশগুলোতে কয়েক দশকের মধ্যে এবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বিজ্ঞানীরা অবশ্য বারবার সতর্ক করে এসেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বৃষ্টিপাত বাড়তে পারে। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দৃঢ় লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। দেশটির রাইনল্যান্ড-পালাটাইনেট ও উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ১৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

একজন মুখপাত্র জানিয়েছেন, সেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। ফলে মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ৭০০ জনসংখ্যা অধ্যুষিত শুল্ড নামের একটি গ্রামের প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি। কোলনের কাছাকাছি একটি শহরে বন্যায় হাজার হাজার মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। তবে যাতায়াতের সমস্যার কারণে তাদের জন্য ত্রাণ সহায়তা নেয়াও কঠিন হয়ে পড়েছে।

বেলজিয়ামে সীমান্তের কাছাকাছি একটি বাঁধ উপচে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। দেশটিতে কত মানুষ বন্যায় নিখোঁজ রয়েছেন, কর্তৃপক্ষ তার হিসেব পায়নি বলে জানিয়েছে।

জার্মানিতে ১৫ হাজার পুলিশ ও সেনাসদস্য উদ্ধার কাজ চালানোর কাজে নিয়োজিত রয়েছে। রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় হেলিকপ্টারের সাহায্যে আটকা পড়া মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ চলছে।

বেলজিয়ামের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক শহরের রাস্তা থেকে বন্যার পানির তোড়ে গাড়িগুলো ছিটকে যাচ্ছে। ওদিকে লুটপাতের ভয়ে ওই শহরটিতে কারফিউ জারি করা হয়েছে।

বিজ্ঞানীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের নাগরিকদের বাঁচানোর কাজে অবহেলার অভিযোগ এনে রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করেছেন।

Translate »