Type to search

Lead Story সারাদেশ

করোনায় বিপর্যয় খুলনা বিভাগ, আরও ৩২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ খুলনা বিভাগে কোভিড-১৯ একদিনে দ্বিতীয় বারের মতো সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়ে বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রেকর্ড এক হাজার ৩৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৩৭১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪০ দশমিক ৫৫ শতাংশ।

মঙ্গলবার (২৯ জুন) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে খুলনা বিভাগে গত ২৩ জুন কোভিড-১৯ সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল। আর গত সোমবার (২৮ জুন) ৩০ জনের মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে সর্বোচ্চ ৮জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাগেরহাটে ৫জন, খুলনায় ৪ জন, কুষ্টিয়ায় চারজন, নড়াইলে ৩ জন মেহেরপুরে দুইজন, চুয়াডাঙ্গায় দুজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে একজন এবং সাতক্ষীরায় ১ জন মারা গেছেন।

Translate »