Type to search

Lead Story জাতীয়

কোভিড-১৯: যেকোনো সময় শাটডাউনের ঘোষণা

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তবে এ বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়ে যেকোনো সময় শাটডাউন ঘোষণা করা হতে পারে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে একথা বলেন। তিনি জানান, সরকার কোভিড-১৯ পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় তা ঘোষণা দেবে সরকার। আগের চেয়ে আরও কঠোর হবে বিধিনিষেধ। করোনাভাইরাস সংক্রমণ কমানোর জন্য যা করা দরকার হবে আমরা তাই করব।

তিনি আরও বলেন, মাঝে আমাদের সংক্রমণ সাত হাজার ছাড়িয়ে গিয়েছিল। এখনো অনেক জায়গা আছে, যেখানে করোনা সংক্রমণ ১০ শতাংশের নিচে আছে। ইতোমধ্যে ঢাকার আশেপাশের এলাকাগুলোতে লকডাউন দিয়েছি। তারপরও ঢাকার মধ্যে লোকজন এসে যাচ্ছে। সংক্রমণ কমানোয় পদক্ষেপ নিতে কাজ করছে আমাদের বিশেষজ্ঞ টিম। গতকাল কোভিড-১৯ কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’- এর সুপারিশ করা হয়।

Translate »