Type to search

Lead Story রাজনীতি

জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার বললেন মির্জা ফখরুল

লকডাউনের নামে জনগণের সাথে প্রতারণা করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ‘কোথাও লকডাউন কাজ করছে না। যার যেখানে খুশি যাচ্ছে, যা খুশি করছে। এমনকি হচ্ছে বিয়েও। এটা পুরোপুরি উদাসীনতা সরকারের। সরকারের ঘোষিত লকডাউন শুধুমাত্র লোক দেখানো একটা বিষয়। এর মাধ্যমে তারা মানুষের সাথে প্রতারণা করছে এবং নাটক করছে।’

মঙ্গলবার (২২ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ঢাকাসহ সাত জেলায় করোনাভাইরাস সংক্রমনের ভয়াবহ পরিস্থিতি এবং সরকারের নেওয়া পদক্ষেপের সম্পর্কে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘যাদের এই লকডাউন বাস্তবায়ন করার কথা সেই আনশৃঙ্খলা বাহিনীকেও দেখা যায় না আজকাল। লকডাউন বাস্তবায়নে তারা কোথাও দৃশ্যমান নয়।’

এনআইডির কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া দুরভিসন্ধিমূলক বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব জানান, ‘এনআইডি প্রকল্পের বিষয়ে ইসি চিঠি দেওয়ার পরেও ২ লাইনের একটা চিঠি দিয়ে সরকার সরাসরি নাকচ করে দিয়েছে। এটা একটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নিয়েও একটা চক্রান্ত করছে সরকার। যাতে মানুষের পরিচয় এবং তাদের ভোটাধিকার নিয়ন্ত্রণ করতে পারে। এমন সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি আমরা। এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এটা সত্যি কথা যে, জনগণের পরিচয় পত্র দেওয়ার ব্যাপারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকা উচিত। কিন্তু বাংলাদেশে পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টো। এখানে এটা পুরোপুরিভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করবে আওয়ামী লীগ। এটা শুধু বিএনপির কথা নয়, নির্বাচন কর্মকাণ্ডসহ অন্যান্য বিষয়গুলোর সাথে যারা জড়িত, এনজিও যারা আছেন তারা সবাই বলছে যে, এটা কোনো মতেই উচিত নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে যাওয়া।’

দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ নেই দাবি করে মির্জা ফখরুল জানান, ‘২০২০ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ প্রায় ১১ শতাংশ কমে ২.৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। বিশ্বব্যাংক বলছে- এখানে কোনো পরিবেশ নেই বিদেশিদের বিনিয়োগ করার। এখানে যখন কেউ বিনিয়োগ করতে আসে তখন দুর্নীতি, দুঃশাসনের কারণে তাকে কেঁদে কেঁদে সব ফেলে চলে যেতে হয়। অথচ সরকারের সবসময় ঢোল বাজছেই যে, এখানে উন্নয়ন-উন্নয়ন হয়ে যাচ্ছে। উন্নয়নটা কোথায়? কয়েকটা ব্রিজ তৈরি করা, কয়েকটা উড়াল সেতু তৈরি করাকে বলে না উন্নয়ন। যেটাতে সাধারণ জনগণের কর্মসংস্থানের সৃষ্টি হয়, অভাব কমে সেটাই হচ্ছে উন্নয়ন। যেখানে দরিদ্রের সংখ্যা বেড়ে গেছে ২ কোটি সেখানে কোন যুক্তিতে উন্নয়ন বলতে পারি।’

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দলের সকল সাংগঠনিক কার্যক্রম ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

Translate »