Type to search

Lead Story জাতীয়

দেশ করোনায় আরো ৭৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮৪৬

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৭০২ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও চার হাজার ৮৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুসারে এ পর্যন্ত দেশে মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে আট লাখ ৬১ হাজার ১৫০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো সাত লাখ ৮৮ হাজার ৩৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্তের হার ১৯.৩৬ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি।

Translate »