Type to search

সারাদেশ

কোভিড-১৯: সাতক্ষীরায় আক্রান্ত আরো ১০৩ জন, মোট শনাক্ত ১৯৮৯

জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায়  করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গতকাল সোমবার সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৭ জনের পরীক্ষা করে ১০৩ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ পজিটিভের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৮৯ জন।

সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানা গেছে, দেশের ৬২তম জেলা হিসেবে ২৬ এপ্রিল ২০২০ তারিখে করোনা পজিটিভ শনাক্তের পর সাতক্ষীরা এখন করোনার হটস্পট হয়ে উঠেছে। ইতোমধ্যে সাতক্ষীরা জেলায় করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৪৯ জন। করোনাভাইরাসের উপসর্গে মারা গেছেন আরো ২৩১ জন।

এদিকে শহরের সংগ্রাম হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও বুশরা হাসপাতাল করোনা শনাক্ত রোগী ভর্তি করা বন্ধ করে দেওয়া হয়েছে। সিবি হসপিটালে ভর্তি ছিলেন করোনা আক্রান্ত ৩ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন আরও ৭ জন।

এদিকে বিজিবি’র কড়া নজরদারি মধ্যে সীমান্তে ভারত থেকে বহু সংখ্যক মানুষ দেশে ফিরেছেন বলে জানা গেছে। ইতোমধ্যে সাতক্ষীরা ৩৩ বিজিবি গত ২৮ এপ্রিল থেকে তাদের নিয়ন্ত্রণাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত থেকে দু’জন পাচারকারীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান, আশঙ্কাজনকভাবে করোনাভাইরাস রোগী বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২০ শয্যার কোভিড-১৯ ইউনিট রয়েছে। পাশাপাশি রয়েছে ৮ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং আট শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ), কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা, প্রয়োজনীয় হাই ফ্লো নাজাল ক্যানুলা (এইচএফএনসি)। একইভাবে সাতক্ষীরা সদর হাসপাতালেও রয়েছে ৪০ শয্যার কোভিড-১৯ ইউনিট। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ চলছে। বড় ২৮টি ও ছোট সিলিন্ডার রয়েছে ৭৪টি। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে রোগীদের পাইপ সিস্টেমের মাধ্যমে। তবে কোনও হাই ফ্লো নাজাল ক্যানুলা হাসপাতালে নেই। নেই ভেন্টিলেশন ব্যবস্থাও।

এদিকে প্রশাসন ও পুলিশের কড়া নজরদারিতে লকডাউন চলছে সাতক্ষীরায়। সাধারণ মানুষকে ঘরে ফেরাতে প্রশাসনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Translate »