Type to search

Lead Story জাতীয় মিডিয়া

‘সাজানো মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে ফাঁসানো হয়েছে’

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে ১৮ মে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি পালন করে গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভা। এতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও শতাধিক ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রছাত্রী, সংস্কৃতি ও সমাজকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, দীপক কুমার পাল, আবুল খালেক, তাজুল ইসলাম, বিপ্লব ইসলাম, ফারহান শেখ, শাহ আলম, আফরোজা লুনা, জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির, বেসরকারি সংগঠন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান সরকার, সাধারণ সম্পাদক মিল্লাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য অনুপা তালুকদার ও প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ।

বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ‘স্বাস্থ্য বিভাগের অন্যায় ঢাকতে গিয়ে সাংবাদিক রোজিনাকে পরিকল্পিতভাবে আটকে রেখে হেনস্তা করা হয়। তিনি অসুস্থ হলেও তাঁকে হাসপাতালে না নিয়ে থানায় নেওয়া হয়। অথচ সাংবাদিকতা হচ্ছে সমাজের আয়না। স্বাস্থ্য বিভাগের তথ্য আনতে গিয়ে যদি আয়না ভেঙে যায়, তাহলে আমরা দুনীর্তির খবর দেখব কোথায়। দুঃখের বিষয়, যাঁরা দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন, তাঁরাই এখন দুর্নীতিবাজদের রোষানলে। তাই দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

মঙ্গলবার (১৯ মে) দুপুরে একই স্থানে মানববন্ধন করে সচেতন নাগরিক ও সাংবাদিক সমাজ। এ মানববন্ধনে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব জাহাঙ্গীর কবির, জেলা উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ, জাতীয় যুব জোটের সভাপতি সুজন প্রসাদ, কবি দেবাশীষ দাশ, নাট্য সংগঠন পদক্ষেপের সভাপতি আলাল আহম্মেদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের দুর্নীতি আড়াল করতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাজানো মামলায় রোজিনা ইসলামকে ফাঁসানো হয়েছে। বক্তারা অবিলম্বে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। বন্ধুসভা

Translate »