Type to search

Lead Story সারাদেশ

ঈদের পরের দিনও ঘরমুখো মানুষের স্রোত

আজ শনিবার সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ২ নম্বর ফেরিঘাটে ‘শাহ মখদুম’ ফেরি নোঙর করা। এর ঘণ্টা দেড়েক আগেই শত শত মানুষ পন্টুন দখলে নিয়েছে। গাড়ি ওঠাতে ফেরির গেট খুলে দিতেই শুরু হুড়োহুড়ি। মুহূর্তেই পুরো ফেরি সাধারণ যাত্রীদের দখলে চলে যায়। এরমধ্যে এই বড় ফেরিতে ঠেলেঠুলে জায়গা করে নিতে পেরেছে ১০-১২ টি ব্যক্তিগত গাড়ি।

টিকিট কেটে ফেরিতে ওঠা যাত্রীরা ততক্ষণে সকালের রৌদ্রের তাপে হাঁসফাঁস শুরু করে দিয়েছেন। এই যাত্রীদলে শিশু, নারী ও বৃদ্ধ থেকে সবাই রয়েছেন। তবে তাদের প্রায় কারো মুখেই মাস্ক দেখা যায়নি। কেউ হাতে রেখেছেন তা, কারো থুতনির নিচে। সামাজিক দূরত্ব মানার বিষয়টি চিন্তাও করতে পারছিলেন না যাত্রীরা।

১ নম্বর ফেরিঘাটে ‘শাহ পরাণ’ ফেরি নোঙর করে রাখা হলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেটি ছাড়বে কিনা, তা নিশ্চিত না হলেও ওই পন্টুনেও দেখা গেল ৫ শতাধিক মানুষের জটলা। সেই জটলা পন্টুন থেকে ছাড়িয়ে গেছে গাড়ি পার্কিংয়ের মাঠ পর্যন্ত। শুধু ওই ২টি ফেরিতেই নয়, প্রায় সব ঘাটেই যাত্রীদের প্রচণ্ড ভিড় চোখে পড়ল। সাধারণ যাত্রীদের কারণে ততক্ষণে ঘাটে জড়ো হয়ে গেছে বিভিন্ন ধরনের শত শত গাড়ি। মানুষের ভিড় ঠেলে সেই গাড়ি আর ফেরি ধরতে পন্টুনের দিকে যেতে পারছিল না।

ঘাটে দায়িত্বরত পুলিশ, বিআইডব্লিউটিএ কর্মচারী ও দোকানীরা জানিয়েছেন, সাধারণত ঈদের পরের দিন এভাবে যাত্রীর স্রোত দেখা যায় না। কিন্তু যখন মানুষের যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে, তখনই ঈদের পরের দিনও দেখা যাচ্ছে উপচে পড়া ভীড় ঘরমুখো মানুষের।

Translate »