Type to search

Lead Story আন্তর্জাতিক

ফাইজার ৭ কোটি ডলারের ওষুধ সহায়তা দেবে ভারতের

মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজার বলেছেন, তাদের যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে প্রায় ৭ কোটি ডলার মূল্যমানের ওষুধ ভারতে পাঠাচ্ছে তারা।

ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বৌরলা জানিয়েছে, ‘ভারতের গুরুতর কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন আমরা।’

বৌরলা জানান, ‘আমরা এই ওষুধগুলো দিচ্ছি যাতে দেশজুড়ে প্রতিটি সরকারি হাসপাতালের প্রতিটি করোনা রোগীর কাছে বিনা খরচে পৌঁছে যেতে পারে ফাইজারের ওষুধগুলো।

তিনি ফাইজারের ভারত অফিসের সব কর্মীদের কাছে একটি ইমেইলে একথা জানান। যেটি তিনি তার লিংকডইন প্রোফাইলেও প্রকাশ করেন।

চিঠিতে তিনি জানান, ‘আমরা এ রোগের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সঙ্গী হতে চাই এবং আমরা দ্রুত কাজ করছি আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় মানবতাবাদী ত্রাণ কার্যক্রমটিকে কার্যকর করার জন্য’।

এই ওষুধগুলোকে ভারত সরকার তাদের করোনা চিকিৎসার প্রোটোকলের অংশ হিসেবে চিহ্নিত করেছে বলেও জানান তিনি।

Translate »