Type to search

Lead Story রাজনীতি

২০১টি ভুয়া আইডি নিয়ে দুশ্চিন্তায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে কিছু অসাধুচক্র মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন। সেই চক্রের মধ্যে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তার নিজের নামে ২০১টি ভুয়া ফেসবুক আইডি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার (১ মে) নিজের সরকারি বাসভবনে তিনি ব্রিফিংয়ে ভুয়া আইডির বিষয় তুলে ধরেন।

এ সময় কাদের বলেন, সম্প্রতি আমার নামে ফেসবুকে দেখা যাচ্ছে ২০১টি ভুয়া আইডি। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা ছবি ও উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়।

ফেসবুক আইডি ভেরিফায়েড আমার। ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি কিংবা কোনো কমেন্টের বিষয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভেরিফায়েড আইডি:https://www.facebook.com/obaidulqd

Translate »