Type to search

Lead Story জাতীয়

কোভিড-১৯: ২৮ এপ্রিল পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি লকডাউনের মেয়াদ আরও ৭দিন বাড়ানোর সুপারিশ করেছে। সাইন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে করোনা সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে ‌‘লকডাউন’ কন্টিনিউ (অব্যাহত) করবে। বিধিনিষেধ আরও ৭দিন বাড়লো।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে সামারি পাঠানো হয়েছে। অনুমোদন দিলে তিনি প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। প্রজ্ঞাপন জারি হতে পারে আজকেও।

ফরহাদ হোসেন জানান, করোনা সংক্রমণ ম্যানেজ করাটা আমাদের উদ্দেশ্য, ব্যবসায়ীরা যাতে ঈদের ব্যবসাটা করতে পারে। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা মাথায় রেখেই। তবে, পরিস্থিতি কী হয় সেটা বিবেচনা করেই পরবর্তীতে সিদ্ধান্ত হবে। আমরা মনে করছি আরও (লকডাউন) ৭দিন দিলে সংক্রমণটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

Translate »