Type to search

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ৭

জেলা প্রতিনিধিঃ ঈশ্বরদীতে পৃথক ২’টি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু এবং ৭ জন আহত হয়েছে। প্রথম ঘটনায় কলার ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু হয় ও ৭ জন আহত এবং অপর ঘটনায় মোটরসাইকেল উল্টে ১ জনের মৃত্যু হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ সরেজমিন উপস্থিত হয়ে দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, গতকাল রবিবার রাত ১১টার দিকে ঈশ্বরদী শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ির এলাকায় প্রথম দুর্ঘটনা ঘটে। কলা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নীচের খাদে উল্টে পড়ে যায়। এসময় চাপা পড়ে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু এবং ৭ জন আহত হয়।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী লক্ষিকুন্ডা ইউনিয়নের দাদাপুর এলাকার মৃত ফয়েজ প্রামাণিকের পুত্র জব্বার প্রামাণিক (৪৫), একই গ্রামের মৃত কাসেম শাহ প্রামাণিকের পুত্র মতিয়ার শাহ প্রামাণিক এবং জয়পুরহাটের শুকুর আলী (৫০)। পাবনা সদর হাপাতালে আহতদের পাঠানো হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে আরো দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এদিকে অপর ঘটনায় অজ্ঞাতনামা এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে আইকে সড়কের প্রাণ কোম্পানীর সামনে একটি দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে যায়।

এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকেরা উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসে তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোটরসাইকেল চালকের পরিচয় এখনও জানা যায়। বয়স আনুমানিক ৪২-৪৫ বছর। মোটরসাইকেলটির কোন নম্বর নেই। প্লাটিনাম মডেলের মোটরসাইকেলটিরতে অন টেষ্ট বলে জানিয়েছেন ষ্টেশন অফিসার।

Translate »