Type to search

Lead Story জাতীয়

কোভিড-১৯: নতুন রেকর্ড মৃত্যু ১০১, শনাক্ত ৪৪১৭

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ হাজার ১শ ৮২ জনে। একই সময়ে দেশে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ১ হাজার ৭৭৯ জনে।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন পাঁচ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ২ হাজার ৯০৮ জন।এ সময়ে ১৮ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৫৯ জন। এছাড়া চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৩জন, খুলনায় ৫ জন, বরিশালে ৪, সিলেটে ১ জন, রংপুরে ৬ জন ও ময়মনসিংহে ৩ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে শনাক্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Translate »