Type to search

Lead Story আন্তর্জাতিক

করোনার তান্ডবে বিপর্যস্ত ভারত, তবুও লকডাউনে যাবে না সরকার

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গতকাল দেশটিতে দুই লাখ ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পজিটিভ শনাক্তের নতুন রেকর্ড। অনেক হাসপাতালও কোভিড-১৯ রোগীতে পূর্ণ হয়ে গেছে। সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। কিন্তু তারপরও সরকার লকডাউনে যাবে না। খবর বিবিসি ও রয়টার্সের

রাজধানী দিল্লিতে এক সপ্তাহের কারফিউ জারি করবে প্রশাসন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। করোনার গতি রোধ করতেই কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি। গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে এক হাজার ৩৮ জনের।

এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ১২৩ জনের প্রাণ গেল। করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন বিশ্বে দ্বিতীয়। বস্তুত ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা গত বছরের চেয়েও অনেক বেশি ব্যাপক আকারে ও অনেক দ্রুত গতিতে আঘাত হেনেছে। প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে রোগীর সংখ্যা।

ভারতে মোট করোনা রোগী ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন যা ব্রাজিলকেও ছাপিয়ে গেছে। এর মধ্যে ৯ দশমিক ২৪ শতাংশ এই মুহূর্তে সক্রিয় অর্থাত্ এখনো রোগের সঙ্গে লড়ছেন। প্রায় ৯০ শতাংশের মতো রোগী সেরে উঠেছেন। মৃত্যুর হার এক দশমিক ২৫ শতাংশের মতো। অর্থাত্ প্রতি ১০ হাজারে সোয়াশ জনের মতো মারা যাচ্ছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব রাজেশ ভূষণ মেনেই নিয়েছেন যে পরিস্থিতি সত্যিই দুশ্চিন্তায় ফেলার মতো। তিনি জানান, এই মুহূর্তে ৫৩টি বিশেষজ্ঞ দল দেশের সবচেয়ে আক্রান্ত ৫৩টি জেলায় ক্যাম্প করে আছেন, মহামারি মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাগপুরের সরকারি হাসপাতালে কর্মকর্তা অভিনাশ বলেছেন, আমাদের হাসপাতালে শয্যা আছে ৯০০টি। এর একটিও খালি নেই। আরো ৬০ জন রোগী অপেক্ষায় আছে।

অর্থনীতির চাকাকে আমরা স্তব্ধ করতে চাই না’

এই মুহূর্তে কোভিড পরিসংখ্যান গত বছরের চেয়ে অনেক খারাপ হলেও জাতীয় পর্যায়ে দেশব্যাপী লকডাউন জারির কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সঙ্গে এক ভিডিও বৈঠকে সীতারামন জানান, ভারত কোভিডের মোকাবিলা করবে টেস্টিং, ট্র্যাকিং, ট্রিটমেন্ট, টিকা আর কোভিডসম্মত আচরণবিধি পালনে জোর দিয়ে, লকডাউন দিয়ে নয়। তার কথায়, যতই দ্বিতীয় ধাক্কা আসুক, আমাদের স্পষ্ট কথা হলো ভারত বড় আকারে লকডাউনে যাবে না। কারণ অর্থনীতির চাকাকে স্তব্ধ হতে দেওয়া হবে না। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে শিক্ষা বোর্ডের এক জরুরি বৈঠকের পর এ বছর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আবারও পিছিয়ে দেওয়ার ও দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে

Translate »