দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু, নতুন রেকর্ড শনাক্ত ৭২১৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়ে দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো নয় হাজার ৩৮৪ জনে। তাছাড়া ইতিহাসে শনাক্তেরও রেকর্ড হয়েছে।
এ যাবৎকালে দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৫১ হাজার ৬৫২ জনে।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া দেশের ইতিহাসে একদিনে ২য় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে সাত হাজার ৭৫ জন।