মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের একটি অভিবাসী বসতিতে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এ অভিযান চালায়। এক বিবৃতিতে জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান ...