Type to search

Lead Story আন্তর্জাতিক

তালেবানের পরমাণু অস্ত্র পাওয়ার পথ সুগম করেছে প্রেসিডেন্ট বাইডেন

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনের অদূরদর্শিতার কারণে তালেবানের পরমাণু অস্ত্র পাওয়ার পথ সুগম হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

এক মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন জানান, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা পাকিস্তানের নিয়ন্ত্রণও নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। তার মানে হলো ১৫০টি পরমাণু অস্ত্র তালেবানের হাতে পড়তে পারে।

তিনি আরও জানান, পাকিস্তানের ওপর চীনের যথেষ্ঠ প্রভাব রয়েছে। এখন চীন ভারতের ওপরও প্রভাব বিস্তার করেছে। এমনকি ভারতের ওপর আরও চাপ সৃষ্টি করছে চীন। ওই অঞ্চলের জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বোল্টন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বোল্টন।

বোল্টন জানান, বাইডেন বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে। এখন মার্কিন মিত্ররা মনে করছে, নিজের প্রশাসনের বৈদেশিক নীতিতে বাইডেনের নিয়ন্ত্রণ আছে কী না।

তবে অস্ট্রেলিয়ার সাথে পারমাণবিক সাবমেরিন চুক্তির ব্যাপারে বাইডেনের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন বোল্টন।

প্রসঙ্গত,  বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার মাত্র নয়দিনের মধ্যে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে জো বাইডেনের নেওয়া সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »