Type to search

Lead Story জাতীয়

জনগণের স্বার্থ সুরক্ষায় মানবাধিকার কমিশনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের স্বার্থ সুরক্ষা এবং সরকারকে অধিকতর দায়িত্বশীল করে তুলতে জাতীয় মানবাধিকার কমিশনকে আরো বেশি সক্রিয় হতে হবে।

রাষ্ট্রপতি মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে তাঁর কাছে জাতীয় মানবাধিকার কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশকালে এ কথা বলেন।
রাষ্ট্রপ্রধান বলেন, সরকারের কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থ ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন বাসসকে জানান, প্রতিনিধিদল বৈঠকে কমিশনের সার্বিক কর্মকান্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ ও  সদস্য জেসমিন আরা বেগম।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।-বাসস

এবিসিবি/এমআই
Translate »