নাসির-অমির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি
রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের বাসায় নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি মাদকের আসর বসাতেন। ওই বাসায় নিয়মিতই চলত ইয়াবা ও দেশি- বিদেশি মদ নিয়ে ‘আমোদ-ফুর্তি’। তদন্ত শেষে এমন তথ্যই পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক হাজার পিস ইয়াবা ও বিদেশি মদসহ আটক হওয়া ওই ২ জনকে আসামি করে সম্প্রতি আদালতে চার্জশিট দিয়েছে তদন্ত সংস্থা ডিবি। এর মধ্যে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা নাসির জামিনে রয়েছেন আর তুহিন সিদ্দিকী অমি কারাগারে।
ঢাকার তুরাগ তীরে অবস্থিত বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠার পর আলোচনায় আসেন ব্যবসায়ী নাসির ও অমি। গত ১৪ জুন ওই নায়িকা সাভার থানায় তাদের নাম উল্লেখসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এর পরই আসামিদের আটকে অভিযান শুরু করে ডিবি।
মামলার পরদিন ডিবি পুলিশ উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে আটক করে ওই ২জনকে। তখন সেখান থেকে এক হাজার পিস ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করার কথা জানানো হয়। একই সময় আরও ৩ নারীকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে নাসির, অমি এবং ওই ৩ নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। মামলাটি ডিবির গুলশান বিভাগ তদন্ত করছিল।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার গত শুক্রবার বলেন, বিমানবন্দর থানার মামলাটির তদন্ত শেষ হওয়ায় তারা আদালতে চার্জশিট জমা দিয়েছেন।
ডিবির তদন্ত সংশ্নিষ্ট সূত্র জানায়, মামলার এজাহারে নাসির, অমি, সুমি আক্তার, লিপি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা নামে ৫জন আসামি ছিলেন। তবে তদন্তে মাদকের সাথে ওই নারীদের সম্পৃক্ততা মেলেনি। তাই চার্জশিটে তাদের আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে। আসামি করা হয়েছে নাসির ও অমিকে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের সাধারণ নিবন্ধক শাখার এক কর্মকর্তা বলেন, বিমানবন্দর থানার ওই মামলাটির চার্জশিট গত ২৭ জুলাই তদন্ত কর্মকর্তা জমা দিয়েছেন।চার্জশিট নম্বর-১৩১। লকডাউনের মধ্যে আদালতের কার্যক্রম সীমিত থাকায় তখন তা আদালতে কাছে জমা দেওয়া সম্ভব হয়নি। শিগগিরই তা জমা দেওয়া হবে।
ওই কর্মকর্তা জানান, ২ আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১ ) এর টেবিল ২৪ (ক), ১০ (ক) এবং ৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পরীমণির মামলাটির তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দেওয়ার ৯ দিন পর ৪ আগস্ট এই নায়িকাও আটক হন। বনানীর বাসা থেকে আটকের সময় তার কাছ থেকেও মাদক জব্দ করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি পরীমণিকে দুই দফায় ৬ দিন রিমান্ডের পর গত শুক্রবার কারাগারে পাঠিয়েছে।