Type to search

অপরাধ সারাদেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে শিকল পরিয়ে নির্যাতনে ২ শিক্ষক আটক

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের পানপাড়া বাজারে দারুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের পায়ে শিকল পরিয়ে নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির ২ শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক হওয়া শিক্ষকরা হলেন- মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আশেক এলাহী। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর নানি পারভিন আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

জানা গেছে, ২ বছর আগে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে দারুল কোরআন মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম তার বাবা মফিজুল ইসলামকে প্রতিষ্ঠানের সভাপতি, স্ত্রী রাশেদা বেগমসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে একটি পরিচালনা কমিটি করে ১১ জন শিক্ষক-শিক্ষিকা দিয়ে মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম গত ১১ সেপ্টেম্বর মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র আরমান হোসেনের পায়ে শিকল পরিয়ে সপ্তাহব্যাপী তার ওপর অমানবিক নির্যাতন চালান। এছাড়া একই বিভাগের শিক্ষার্থী মোঃ জাহিদ হোসেনকে দিয়ে শহীদুল তার শরীর ম্যাসাজ করার পাশাপাশি নির্যাতন করেন। বিষয়টি জানাজানি হলে আরমান ও জাহিদকে বিষয়টি গোপন রাখার নির্দেশ দেন প্রধান শিক্ষক।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আশিকুর রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের দেওয়ান বাড়ির নুরুল আমিনের ছেলে। আর প্রধান শিক্ষক শহীদুল ইসলাম রায়পুর উপজেলার এনায়েতপুর এলাকার কাট ব্যবসায়ী ফজলুল করিমের ছেলে। অভিযুক্ত দুই শিক্ষকে আটক করে লক্ষ্মীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »