Type to search

অপরাধ সারাদেশ

ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে যশোরে মামলা

জেলা প্রতিনিধিঃ পুলিশি রিমান্ডে থাকা ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা হয়েছে যশোর কোতোয়ালি মডেল থানায়। টাকা জমা দিয়ে মোটরসাইকেল না পেয়ে গত শুক্রবার রাতে জাহাঙ্গীর আলম চঞ্চল নামে এক ব্যক্তি এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, চঞ্চল ইভ্যালি থেকে ১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা দিয়ে ভারতীয় বাজাজ কোম্পানির একটি পালসার মোটরসাইকেল কেনার জন্য কয়েকটি কিস্তিতে টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ কার্য দিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৩ মাস পার হলেও পণ্যটি ডেলিভারি দেয়নি। তাদের হটলাইন নম্বরে যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে একজন অফিসারকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »