স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ডা. আবুল বাশার মোহম্মদ খুরশীদ আলম। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সাবেক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের পদত্যাগের পর ডা. খুরশীদ আলম তার স্থলাভিষিক্ত হলেন। ঢাকা মেডিকেলে কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।
আলোচিত রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর বিভিন্ন বিতর্কের মুখে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন ডা. আবুল কালাম। সরকার তার পদত্যাগ পত্র গ্রহণ করে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।