Type to search

অপরাধ

রাজধানীর মহাখালীতে গ্যারেজে আটকে রেখে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

রাজধানীর মহাখালী এলাকায় এক কলেজ ছাত্রীকে প্রায় ২ ঘণ্টা আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রী দাবি করেন, সরকারি তিতুমীর কলেজের উল্টোদিকের একটি গ্যারেজে স্থানীয় একদল বখাটে তার বন্ধুর সামনে তাকে নির্যাতন ও নানাভাবে নাজেহাল করে। তবে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার মধ্যে ওই শিক্ষার্থী এ বিষয়ে বনানী থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

শুক্রবার ওই ছাত্রী বলেন, আইন বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির খোঁজ নিতে এক বন্ধুকে সাথে নিয়ে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মহাখালীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যান তিনি। কাজ শেষে সেখান থেকে বের হয়ে সামনে যাওয়ার সময় ৭/৮ জন যুবক জোরপূর্বক ওই ছাত্রীকে ধরে নিয়ে সেখানকার পর্যটন কর্পোরেশনের পেছনের গলির একটি গ্যারেজে নিয়ে যায়। এ সময় প্রতিবাদ করলে বখাটেরা হুমকি দেয় তাদের। মারধর করতে থাকে। এ সময় তার শরীরে হাত দেয় বখাটেরা। বখাটেদের মধ্যে একজন আরেকজনকে মোবারক বলে ডাকছিল। এছাড়া নাম পরিচয় জানা যায়নি তাদের।

ওই ছাত্রী দাবি করে বলেন, তাদেরকে আটকে রাখার এক পর্যায়ে ৯৯৯ নাম্বরে পুলিশকে ফোন দেন তিনি। ফোন পেয়ে পুলিশ সদস্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে যোগাযোগ করতে বলেন।

এ ব্যাপারে মেয়েটি কোনো অভিযোগ দিয়েছে কিনা জানতে চাইলে বনানী থানার ওসি নূরে আজম মিয়ে জানান, এ ধরনের অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কোনো নারী শিক্ষার্থী থানায় আসেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Translate »