Type to search

অস্ট্রেলিয়া

লকডাউন শেষ: খুশি মেলবোর্নের বাসিন্দারা

ছবি: সংগৃহীত।

লকডাউন শেষ হওয়ায় খুশিতে আত্মহারা অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দারা। ২৬২ দিন পর লকডাউন তুলে নেওয়ায় গতকাল সড়কে সড়কে দেখা যায় মানুষের ভিড়। করোনার সংক্রমণ কমে আসায় বিশ্বের দীর্ঘতম লকডাউনের এ সমাপ্তিতে নতুন এক চিত্র ভেসে ওঠে।

এদিন মেলবোর্নের পথে পথে মানুষের ব্যস্ততা দেখা যায়। সকাল থেকেই কোনো কারণ ছাড়াই অনেকে রাস্তায় বের হয়। যেন করোনা মহামারির পূর্বে ফিরে গেছেন তারা। কেউ ক্যাফেতে যাচ্ছে, কেউ আবার অনেক দিন পর সুযোগ পেয়ে স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় মিলিত হচ্ছেন।

 

 

 

Herald Sun | Breaking News and Headlines from Melbourne and Victoria | Herald Sun

 

দেশটির ভিক্টোরিয়া রাজ্যে প্রিমিয়ার ডেনিয়েল অ্যান্ড্রুজ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আর লকডাউন নয়। রাজ্যে ভ্যাকসিন কার্যক্রম জোরেশোরে চলছে’। কোভিড মহামারি চলাকালীন ছয় দফা লকডাউনের বিধিনিষেধে তারা একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। যে কারণে ‘বিশ্বের সবচেয়ে বেশিদিন লকডাউনে থাকা শহর’ তকমা পেয়েছে ভিক্টোরিয়া প্রদেশের এই রাজধানী। সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু মেলবোর্ন অস্ট্রেলিয়ার অন্যান্য রাজ্যেও ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা মহামারিতে অস্ট্রেলিয়ায় ১ হাজার ৫৯০ জনের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ১১টা ৫৯ মিনিট থেকে লকডাউন তুলে নেওয়া হয়। আর এরপরেই মানুষের ঢল নামে রাস্তাঘাটে। যেন তারা সৃষ্টির আনন্দে মেতে উঠেছে। কেননা এদিন শুধু ঘোরাঘুরি, নেই কোনো কারফিউ কিংবা বাড়ি থেকে বের হওয়ার কোনো বাধা-নিষেধ। মেলবোর্নের ৫০ লাখ মানুষ ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে ঘরবন্দি ছিলেন। লকডাউন তুলে নেওয়ায় এবার তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

 

Translate »